সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পঃবঃ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়ীজ ইউনিয়ন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বিভাগীয় কমিটির উদ্যোগে স্থানীয় তাপ বিদ্যুৎ উপনগরী কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় সোমবার। দৈনন্দিন রক্তের সংকট বাড়ছে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলোতে। মুমুর্ষ রোগী থেকে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে অন্যান্য সংগঠনের ন্যায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরাও এগিয়ে এলেন রক্তদান শিবিরের মাধ্যমে সামাজিক কাজে। রক্তদান মহৎ দান, ঐ রক্তে বাঁচবে অন্যের প্রাণ- সেই শ্লোগান কে সামনে রেখে উদ্যোক্তাদের এই প্রয়াশ বলে জানান সংগঠনের সদস্যরা। আয়োজক ও রক্তদাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।