
সেখ রিয়াজুদ্দিনঃ
শাসক তৃণমূলের লুট সন্ত্রাস সহ বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে বীরভূম জেলা বামফ্রন্টের পক্ষ থেকে সোমবার মহা মিছিলের ডাক দেওয়া হয় জেলা সদর সিউড়িতে। জনগণের টাকা লুঠ করা সকল দূরনীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। সেই সাথে অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তথা জিনিস পত্রের দাম কমানোর দাবিতে সোচ্চার হয়ে ওঠে মিছিল থেকে। চোর ধরো জেলে ভরো, আর লুঠের টাকা উদ্ধার করো এই শ্লোগানে মুখরিত করে তোলে শহরজুড়ে। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ, সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম, জেলা কমিটির মহিলা নেত্রী মাধবী বাগ্দী সহ বামফ্রন্টের শরীক দলের জেলা নেতৃত্ব। আজকের বামফ্রন্টের মহা মিছিল সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানার সিপিআইএম পার্টির জেলা সম্পাদক গৌতম ঘোষ।