সেখ ওলি মহম্মদঃ
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট বন্ধ করে গেটের সামনে জমিহারারা চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ করেন। এই গেটে কোনো যানবাহন পারাপার করতেও দেওয়া হইনি। এদিন জমিহারাদের একাংশের দাবি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বহু বছর আগে হলেও এখনও চাকরি পাননি অনেকেই। যদিও জমি অধিগ্রহণ করার সময় আশ্বাস দেওয়া হয়েছিল পরিবার পিছু একজন চাকরি পাবে। কুড়ি বছর পার হয়ে গেছে কিন্তু তারা বঞ্চিত। দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে জমিহারাদের প্রায় ২০০ জন। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার থেকে জেলা শাসকের কাছে বহুবার আবেদন করেও কোনো লাভ হচ্ছে না। প্রত্যেকেই কেবল প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু চাকরি হয়নি। মাঝখান থেকে জমিহারারা শুধু বঞ্চিত। অথচ কোঅপারেটিভ এর মাধ্যমে অর্থের বিনিময়ে নিয়োগ হয়ে যাচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে। বিপ্লব দাসবৈষ্ণব নামে এক জমিহারার অভিযোগ, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের তত্ত্বাবধানে চলে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কোঅপারেটিভ গুলি। আর কোঅপারেটিভ গুলির মাধ্যমে টাকার বিনিময়ে কর্মী নিয়োগ করেছেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভোলানাথ মিত্র। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তিনি জানান, চাকরি অনেকেই পায়নি জানি, জায়গা থাকলে নিশ্চয় চাকরি দিতো। টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে বলে দিলেই তো হবে না, প্রমান দিতে হবে। আর ল্যান্ড লুজারদের চাকরি টাকার বিনিময়ে করা যায় না বা হয়না। ল্যান্ড লুজারদের সিস্টেম আছে, সেই সিস্টেমে আসতে হবে। এখানে দুটি কোঅপারেটিভের মাধ্যমে আনস্কিল লেবার নিয়োগ হয়। টাকা পয়সার বিনিময়ে কিছু হয়না। আসলে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে এসব করা হচ্ছে। আর তৃণমূলকে কালিমা লিপ্ত করতে বিজেপি কেন, কেউই পারবে না।