বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে তিন দফা দাবীতে ঘন্টা দুয়েক কর্মবিরতি পালন

মেহের সেখঃ

পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদের উদ্যোগে বকেয়া ৩১ শতাংশ মহার্ঘভাতা অবিলম্বে প্রদান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/অশিক্ষক সমস্ত শূণ্যপদ পূরণ সহ অস্থায়ী শ্রমিক কর্মচারী শিক্ষকদের স্থায়ীকরণের সাপেক্ষে সম কাজে সম বেতন ও স্থায়ী কর্মীর মতো সুযোগ সুবিধা প্রদান ও রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দাবীতে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দু ঘন্টার কর্মবিরতি পালন করা হয়। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা মূলত তিন দফা দাবীতে দু ঘন্টার কর্মবিরতি পালন করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতির অন্যতম উদ্যোক্তা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ভাস্কর গোস্বামী জানিয়েছেন বকেয়া ৩১ শতাংশ মহার্ঘভাতা প্রদান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধরনের শূণ্যপদ পূরণ সহ তিন দফা দাবী নিয়ে তাঁরা মূলত এই কর্মবিরতি পালন করছেন এবং এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না করলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁসিয়ারী দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *