সেখ ওলি মহম্মদঃ
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেবার দাবিতে আজ মঙ্গলবার দু’ঘণ্টার কর্ম বিরতির ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারী সংগঠন। আজ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে দু’ঘণ্টার কর্ম বিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। এদিন সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই কর্ম বিরতি। সেই মতো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কর্মীরা তিন দফা দাবিতে দু’ঘণ্টার কর্মবিরতির ডাক দিলেন। যার ফলে কর্মী শুন্য হয়ে পড়ল দুবরাজপুর ব্লক কার্যালয়। প্রসঙ্গত, গত ২২ মে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছিল যে, গত ১৯ আগস্টের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। তবে, এই সময়সীমা শেষ হলেও মহার্ঘ ভাতা মেটানো হয়নি। হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। এই অবস্থায় দ্রুত ডিএ মিটিয়ে দেবার দাবিতে কর্ম বিরতির ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারী সংগঠন। রাজ্য কো অর্ডিনেশন কমিটির বীরভূম জেলা শাখার যুগ্ম সম্পাদক সৌমেন চ্যাটার্জী জানান, আমরা আমাদের বকেয়া ডিএর দাবিতে আজ দুবরাজপুর ব্লকের গেটের সামনে দু’ঘন্টা কর্ম বিরতি পালন করছি। রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের হক পাওনা অর্থাৎ ৩১ শতাংশ ডিএ থেকে বঞ্চিত। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার বার বার টালবাহানা করছে। তাই আজ আমরা দু’ঘন্টার কর্মবিরতি পালন করছি। আমরা যদি ডিএ না পায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।