
সেখ ওলি মহম্মদঃ
আজ গনেশ চতুর্থীর দিনে জাঁকজমক ভাবে সারা দেশজুড়েই পালন করা হচ্ছে গণেশ পুজো। গত দু’বছর করোনা আবহে দেশজুড়েই গণপতি বন্দনার ছবিটা ছিল অন্যরকম। কিন্তু এবছর করোনা নিম্নমুখী হওয়ায় রীতি মেনেই চলছে সিদ্ধিদাতার আরাধনা। গনেশ পুজো মানেই গুজরাট বা মহারাষ্ট্র। আজ গনেশ চতুর্থী উপলক্ষে দুবরাজপুরের ধর্মশালায় মাড়োয়াড়ি কিশোর সংঘের উদ্যোগে গনেশ পুজো করা হয়। মূলত দুবরাজপুরে মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষেরাই মিলিত হয়ে এই পুজো ধর্মশালায় করে থাকেন। এই পুজো উপলক্ষে হোমযজ্ঞ করা হয়। মাড়োয়ারি কিশোর সংঘের সভাপতি প্রবীর চৌধুরি জানান, প্রতি বছর আমরা এই পুজো জাঁকজমক ভাবে করে থাকি। আমাদের পুজো এবার দশম বর্ষে পদার্পণ করল। এই পুজো উপলক্ষে আগামীকাল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।