খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা ডিএসএ ক্লাবে

সেখ ওলি মহম্মদঃ

আজ গণেশ চতুর্থীতে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হল বীরভূম জেলার দুবরাজপুরের ডিএসএ ক্লাবে। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। প্রস্তুতি চলছে সবক্ষেত্রেই। সেজে উঠছে বাজার, সেজে উঠছে কাপড়ের দোকানগুলি। মৃৎশিল্পীরাও ব্যস্ত হয়ে পড়েছেন মূর্তি গড়ার কাজে। গত দুবছর করোনা অতিমারীর জন্য সেরকম ভাবে পুজো করতে পারেনি অনেকে। তাই এ বছর জাঁকজমক ভাবে পালন করা হবে দুর্গাপুজো। তাই আজ গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে দুবরাজপুরের ডিএসএ ক্লাবের পক্ষ থেকে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করা হল। এদিন ক্লাবের সদস্য অর্ঘ্য দাস জানান, প্রতি বছরের মতো এ বছরও আমরা খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করলাম। আমাদের ক্লাবের পুজো এবারে ১৩ তম বর্ষে পদার্পণ করবে। আমরা চাইব মা যেন আমাদের দু’হাত ভরে আশীর্বাদ করে যাতে আমরা এই পুজো সাফল্য মণ্ডিত করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *