শম্ভুনাথ সেনঃ
দীর্ঘ দু বছর করোনা অতিমারির কারণে স্কুল বন্ধ থাকার পর আবার পুরোদমে বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়েছে। এই সময়েই বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের “অজয়পুর উচ্চ বিদ্যালয়ে” অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মিত হয়। গত ২ সেপ্টেম্বর এই নবনির্মিত কক্ষের দ্বারোদঘাটন হয়। উদ্বোধন করেন বীরভূমের জেলা সভাধিপতি তথা স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন সিউড়ি ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিবাশিস সরকার, স্থানীয় তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা দাই সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।”মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম” এই প্রকল্পের ২০ লক্ষ টাকা ব্যয়ে এই শ্রেণীকক্ষটি নির্মাণ হয়েছে। এই বৃহদাকার ভবন বিদ্যালয়ের সেমিনার হলের চাহিদা পূরণ করবে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় এক হাজার। এদিন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের হাতে স্কুল ড্রেস বিতরণ করা হয়।