মোবাইলে আসক্ত দূরীকরণ হিসেবে দাবা খেলার প্রশিক্ষণ

সেখ রিয়াজুদ্দিনঃ

বর্তমান প্রজন্ম দিন দিন হারাচ্ছে তাদের শিক্ষাগত ক্ষমতা, কমছে পড়াশোনার প্রতি আকৃষ্ট, মোবাইলে গেমস খেলায় বাড়ছে আসক্ত। ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত যারা জাতির ভবিষ্যৎ তারাও আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ছে নানান নেশায়। মাঠে খেলতে যাওয়ার যে প্রবণতা তাও কমে যাচ্ছে দিনের পর দিন। চার দেওয়ালে বন্দী হয়ে বেছে নিয়েছে মোবাইল কিংবা কম্পিউটার গেম ।এই সব গেম তাদের বিপদগামী করে তুলছে। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে শৈশব। যখন তখন পড়ার ফাঁকেই তাদের এই গেমের প্রতি আসক্তি টেনে আনছে ঘোর বিপদ। পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা। সেই সমস্ত ছেলেমেয়েদেরকে চিহ্নিত করে দাবা খেলার প্রশিক্ষণ দিচ্ছে মাস্টারমশাইরা। সঙ্গে সঙ্গে চলছে প্রতিযোগিতার আয়োজন। অভিভাবকরা মনে করছেন এই দাবা খেলার প্রতি মনোনিবেশ করুক ছাত্রছাত্রীরা। যেন তাদের মানসিকভাবে বিকাশ ঘটানো সম্ভব হয়। সঙ্গে সঙ্গে তারা উপলব্ধি করছেন দাবা খেললে তাদের একাগ্রতাও বাড়বে ফলে তাদের মধ্যে যে পড়াশোনার গতি সেটাও ধীরে ধীরে গড়ে উঠবে। তাই দাবা খেলার প্রশিক্ষণ এবং দাবা খেলার প্রতিযোগিতার আয়োজন করে সেখানে বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই খেলা সাহায্য করবে। সেই উপলক্ষে রবিবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে অনুষ্ঠিত হলো দাবা খেলার প্রশিক্ষণ এবং দাবা খেলা প্রতিযোগিতা। এখানে প্রায় ৪০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। আয়োজকদের তরফ থেকে জানানো হয় খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি তথা দাবা খেলার উদ্যোগ। আগামী দিনে এরকম প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ নিয়মিত চলবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষ থেকে। খুদে পড়ুয়ারা দাবা খেলার প্রশিক্ষণ নিয়ে তারা যেমন খুশি পাশাপাশি অভিভাকরা ও এমন উদ্যোগে খুশি ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *