বীরভূম জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস

সন্তোষ পাল, সেখ ওলি মহম্মদ, মহঃ সফিউল আলম, উত্তম মণ্ডল, বিপিন পাল, সেখ রিয়াজুদ্দিন ও মেহের সেখঃ

স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, পরবর্তীতে রাষ্ট্রপতি দার্শনিক-অধ্যাপক-শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস।দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরকক্ষে পালিত হল শিক্ষক দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকতআলী, ডাক্তার এস.পি. মিশ্র,  দুবরাজপুরের ও.সি. আফরোজ হোসেন, বিশিষ্ট শিক্ষক সোমনাথ মুখার্জী, পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, সমাজসেবী ভোলানাথ মিত্র, স্বরূপ আচার্য সহ অন্যান্য কাউন্সিলরগণ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি পড়ুয়ারা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জীবন আলেখ্য নিয়ে এদিন আলোচনা করেন উপস্থিত অতিথিগণ। ২০২২ শিক্ষাবর্ষে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত মাধ্যমিকের ৫১ জন এবং উচ্চ মাধ্যমিকের ১১৪ জন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। তাদের হাতে রৌপ্য পদক ও মানপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও বিগত দুই বছরে এবং ২০২২ সালে প্রাথমিক  ও মাধ্যমিকের ১৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়।

রাজনগর হাইস্কুলেও এদিন শিক্ষক দিবস আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ৷ ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণণের জীবনী ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের বিষয়ে আলোকপাত করেন বক্তারা৷ বিভিন্ন বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান তথা কোচিং সেন্টারে দিনটি উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷ প্রায় প্রতিটি ক্ষেত্রে কচি কাঁচা, ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷ পড়ুয়ারা তাদের প্রিয় শিক্ষকদের হাতে তাদের ভালোবাসার উপহার তুলে দেয়, প্রণাম করে৷ শিক্ষকরা তাদের আশীর্বাদ করেন৷ এদিন সকালে রাজনগর ডাকবাংলোর বাড়িতে শিক্ষক মৃণাল গরাঁই তাঁর ছাত্র ছাত্রীদের নিয়ে ঘরোয়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন৷ সেখানে ছাত্রী অর্পিতা টুডু অলচিকি লিপিতে লেখা সাঁওতালী ভাষায় বক্তৃতা করে৷ ইংরেজিতে বক্তৃতা করে ছাত্রী দিব্যা ও দিশা৷ অনন্যা গরাঁই পরিবেশন করে উদ্বোধনী সংগীত৷ আবৃত্তি করে শ্রেয়াসী ঘোষ৷ হোলি এঞ্জেলস পাবলিক স্কুলেও এদিন অনুষ্ঠান আয়োজিত হয়৷ প্রধান শিক্ষক ধ্রুব কুমার ধীবর(বিতান) সহ শিক্ষক শিক্ষিকারা হাজির ছিলেন৷ অনুষ্ঠানে অংশ নেয় ছোট্ট পড়ুয়ারা৷ রাজনগর হাইস্কুলেও এদিন অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ৷ ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণণের জীবনী ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের বিষয়ে আলোকপাত করেন বক্তারা৷ এদিন রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি ও পঞ্চায়েতের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক সংবর্ধনা সভারও আয়োজন করা হয়৷ উক্ত শিক্ষক সংবর্ধনা সভায় চন্দ্রপুর অঞ্চলের সকল শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজনগর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজনগর মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস পালনের পালনের পাশাপাশি আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

তদনুরুপ আজ বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁচড়া বাসস্টপ সংলগ্ন শ্রীরামকৃষ্ণ কলেজ অফ এডুকেশন এবং শ্রীরামকৃষ্ণ পিটিটিআই ফর ডিইএলইডি কলেজে সাড়ম্বরে পালন করা হলো শিক্ষক দিবস। আজ শিক্ষক দিবসে পাঁচড়া বিএড কলেজের ৩২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছাত্রছাত্রীদের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আজকের দিনে ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা, আবৃত্তি একাঙ্ক নাটক সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত বিশিষ্টজনদের বরণ করা ছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিশিষ্টজনদের জন্য কলেজের তরফ থেকে ভুঁড়ি ভোজের আয়োজন করা হয়েছিল। উল্লেখ থাকে প্রদীপ প্রজ্জ্বলন ও ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির প্রেসিডেন্ট বিধান চন্দ্র জমাদার, সম্পাদক বঙ্কিম চন্দ্র গোপ, অন্যান্য সদস্য-সদস্যা, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ছাত্রছাত্রীরা ছাড়াও বিশিষ্ট সমাজসেবী, শ্যামল গায়েন ও তরুন তপন ব্যানার্জী। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্টজনেরা ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী ও শিক্ষক শিক্ষিকাদের কর্তব্য ও কর্ম নিয়ে বিশদে আলোচনা করেন। নানা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বীরভূম জেলার খয়রাসোল সরকারি আইটিআই কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকেও দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিন কলেজে পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক এর কৃষি প্রযুক্তি ক্তি সহায়ক অফিসার জিয়াউল হক, কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

লাভপুর সত্যনারায়ণ শিক্ষা নিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগেও ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে স্কুলের শিক্ষিকাদের সংবর্ধনা সহ নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য কর্মী জ্ঞানেন্দ্রমোহন ঘোষ, স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা ব্যনার্জী, শিক্ষিকা কাকলী সেন, গোপা চ্যাটার্জি, মালা মণ্ডল, অর্পিতা বেজ প্রমুখ।

জেলা সদর সিউড়িতে প্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও পালিত হয় শিক্ষক দিবস। শিক্ষক দিবসে জেলার ৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা জানালো তারা l বীরভূম জেলা পরিষদ সভাকক্ষে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়l স্কুল শিক্ষকদের পাশাপাশি সংগীত-নৃত্য-আবৃতির শিক্ষকদেরও সম্মাননা জানানো হয় এদিনl এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা সদর, মহকুমা শাসক অনিন্দ্য সরকারl প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মৃণাল জিত গোস্বামী বলেন শিক্ষকরা জাতির মেরুদন্ড; সমাজ গড়ার কারিগর তাই তাদেরকে সম্মান জানাতে পেরে আমরাই সম্মানিত হয়েছিl আগামী ১৪ সেপ্টেম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসও উদযাপন করা হবে বলে এই সভা মঞ্চ থেকে ঘোষণা করা হয় l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এআই শিখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান!


এআই কোর্স: ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড! Zed Age Infotech এর তরফ থেকে প্রথমবার বীরভূম জেলায়! আপনি কি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক নাকি ছাত্র/ছাত্রী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আপনার কাজ এবং লেখাপড়াকে আরও সহজ এবং কার্যকর করতে পারে! Zed Age Infotech এর নতুন এআই কোর্সে যোগ দিন! বিশদ জানতে কল করুন 9474413998 নম্বরে অথবা নাম নথিভুক্ত করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

This will close in 120 seconds