বিশ্ব জলদিবস পালন দুবরাজপুরে

সন্তোষ পাল

আজ ২২ শে মার্চ বিশ্ব জল দিবস। এই উপলক্ষে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যাণ্ড সার্ভিস সেন্টার তথা ডি. আর. সি. এস. সি.-এর উদ্যোগে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই কমিউনিটি হলে পালিত হল বিশ্ব জল দিবস। এদিন উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর পার্থপ্রতিম চক্রবর্তী, ফিল্ড ফাসিলেটর প্রশান্ত কুমার দাস , আস্তিক গড়াই ,মানবাধিকার বিষয়ক দায়িত্বে থাকা মিলি দত্ত, দুবরাজপুর ইউনিটের দায়িত্বে থাকা জারিফ হোসেন খান, জলবন্ধু শুকদেব দাস সহ আরো অনেকে। প্রথমে হাতে প্ল্যাকার্ড নিয়ে একটি পদযাত্রা বের হয় স্থানীয় এলাকায়। এরপর বিশ্ব জল দিবসের গুরুত্ব ও জল সংরক্ষণ, জলের অপচয় বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন প্রজেক্ট কো-অর্ডিনেটর পার্থপ্রতিম চক্রবর্তী, জারিফহোসেন খান, মিলি দত্ত সহ আরো অনেকে। আলোচনার পাশাপাশি এদিন আদিবাসী সংগীত, কুইজের আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য ডি. আর. সি. এস. সি. দুবরাজপুর ব্লকের চিনপাই, লক্ষ্মীনারায়ণপুর, পারুলিয়া ও গোহালিয়াড়া এই চারটি পঞ্চায়েতে নানান সামাজিক কাজ করে চলেছে।।তাদের এরূপ সামাজিক কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য জার্মানির বি. এম. জেড. সংস্থা ও বাংলাদেশের নেট জেড সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে। আজকের এই অনুষ্ঠানে প্রকল্পের প্রায় ১০০ জন সদস্য ও সদস্যা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *