লবণ পালা উপলক্ষে শতাধিক বছরের রীতি মেনে পুজো রাজনগরে

মহঃ সফিউল আলম

অন্যান্য বছরের মতো এবছরও রাজনগর ব্লকের গাংমুড়ি — জয়পুর অঞ্চলের রুহিদা গ্রামে লবণ পালা উপলক্ষে পুজো ও অন্যান্য একাধিক ধর্মীয় সূচী পালন করা হয়৷ এলাকার প্রবীণ বাসিন্দাদের মতে, শতাধিক বছরের পুরোনো এই পুজো৷ এবারও সম্প্রতি যাবতীয় কর্মসূচী সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা পেশায় শিক্ষক তথা বেডস এর প্রতিনিধি সদস্য হৃদয় রঞ্জন পাল সহ বাসিন্দারা৷ জানা গিয়েছে, এবারই প্রথম শিলা নির্মিত মা মনসার মূর্তি সহ ভক্তরা রুহিদা গ্রাম পরিক্রমা করেন৷ রুহিদা গ্রামের প্রাচীন মা মনসা মন্দিরে হয় পুজো৷ রুহিদা, জয়পুর, তালপুকুর, গোয়াবাগান ও পটলপুর এই পাঁচটি গ্রামের পুজো এবারও একটি স্থানেই করা হয় রুহিদায়৷ পুজো, প্রসাদ বিতরণ, মনসা মঙ্গল গান প্রভৃতির আয়োজন করেন আয়োজক ও ভক্তরা৷ ওই সব গ্রামের সকল বাসিন্দা ভক্ত যেমন সাগ্রহে পুজোয় অংশ নেন ঠিক তেমনি উক্ত কর্মসূচীতে অংশ গ্রহণ করেন স্থানীয় সংখ্যালঘু পরিবারের সদস্যরাও৷ ফলে এটি যে একটি সম্প্রীতির দৃষ্টান্ত তা বলাই যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *