সন্তোষ পাল
জেলা সমগ্র শিক্ষা অভিযান এর উদ্যোগে এবং দুবরাজপুর শিক্ষা চক্রের ব্যবস্থাপনায় উজ্জীবন চর্চা বিষয়ে একদিনের ওরিয়েন্টাল ক্যাম্পের আয়োজন করা হয় ২২শে মার্চ। এদিন দুবরাজপুর শিক্ষাচক্রের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লার্ক এবং বেশ কিছু শিক্ষক প্রশিক্ষণ নেন । উপস্থিত ছিলেন প্রশিক্ষক কাকলি দাস এবং নীলকান্ত মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর সৈকত ঘোষ সহ আরো অন্যান্যরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কিভাবে মূল শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষা গ্রহণ করবে এই নিয়ে আলোচনায় অংশ নেন স্পেশাল এডুকেটর কাকলি দাস এবং নীলকান্ত মুখার্জী। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা যাতে মূল শিক্ষার স্রোতে আসতে পারে তার জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা। এ বিষয়ে স্পেশাল এডুকেটর কাকলি দাস বলেন আমরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে অবগত করালাম কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল শিক্ষা সঙ্গে যুক্ত করা যাবে।