
সেখ রিয়াজুদ্দিনঃ
জেলা পুলিশের কড়া নির্দেশ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করার জন্য। অবৈধ কয়লা পাচার ঘিরে জেলা, রাজ্য সহ সমস্ত স্তরের পাচার কারীদের সন্ধানে মরিয়া সিবিআই দপ্তর। ইতিমধ্যে কয়লা পাচারের অভিযোগে অভিযুক্ত বিভিন্ন আধিকারিক সহ প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি রয়েছে গোয়েন্দা সংস্থার নজরে। তাস্বত্ত্বেও পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার করার কাজে নিযুক্ত রয়েছে অনেকে। যদিও জেলা পুলিশের তৎপরতায় পাচারকারীদের বিভিন্ন সময়ে অবলম্বন করা নানা কৌশল ধরে ফেলে হাতেনাতে। জেলার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন পাচার হওয়া কয়লা গাড়ি আটক করা হচ্ছে রাস্তার মধ্যে, তো কখনো বাড়িতে মজুদকৃত অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসছে পুলিশ। অনুরূপ ভাবে শনিবার বীরভূমের খয়রাসোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় থানার ভাররা গ্রামে জিএমসি নামক চিমনি ইঁট ভাটায় অতর্কিতে হানা দিয়ে প্রায় ১০০ টন অবৈধভাবে মজুদকৃত কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সাথে ভাটা মালিকের এক আত্মীয়কেও আটক করে পুলিশ। পুলিশ জানতে পারে ভাটায় শেয়ার রয়েছে চার জন মালিকানা, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য গতকাল ও অনুরূপ ভাবে সদাইপুর থানার পুলিশ ভগবতীপুর গ্রাম থেকে অবৈধ মজুদকৃত কয়লা উদ্ধার করে। এর পূর্বে দুবরাজপুর থানার পুলিশ স্থানীয় থানার ঘাটগোপালপুর গ্রাম থেকে অবৈধ ভাবে মজুদকৃত কয়লা উদ্ধার করে।