
সেখ ওলি মহম্মদঃ
৯ সেপ্টেম্বর রাত্রে বীরভূম জেলার দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডলের নেতৃত্বে দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দুবরাজপুর-পানাগড় ১৪ নম্বর রাজ্য সড়কে শাল নদীর কাছে ২টি বালি বোঝাই লরি এবং ২টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে। ট্রাক দুটির চালককে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। তাঁদের নাম সেখ আসরফুল ওরফে গুলু এবং রাজিবুল ইসলাম ওরফে রাহুল। তাঁদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এবং ফারাক্কা থানার মোমরেজপুর গ্রামে। আজ তাঁদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হল। অন্যদিকে ট্রাক্টর দুটির চালক পলাতক। এর আগেও দুবরাজপুর থানার পুলিশ বেশ কয়েকটি বালি বোঝাই লরি ও ট্র্যাক্টর আটক করেছে।
