দীপক কুমার দাসঃ
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর দুপুর থেকে প্রবল বৃষ্টির জেরে জল বেড়ে যায় আঙারগড়িয়া ক্যানেলে। ক্যানেলের গেট বন্ধ থাকায় জল রাস্তা ছাপিয়ে উপচে পড়তে থাকে। জলে প্লাবিত হতে শুরু করে কেদারপুর, আঙারগড়িয়া গ্রাম। ক্যানেলের গেট খোলার জন্য কোন কর্মীর দেখা মেলেনি বলে এলাকাবাসীদের অভিযোগ। ক্যানেলের গেট খোলার জন্য হাতল না থাকায় গেট খুলতে সমস্যা হয়। পরে এলাকাবাসীরা ও পুলিশ ক্যানেলের গেট খোলেন। জলে প্লাবিত হবার জন্য অভিযোগের তীর ইরিগেশন দপ্তরের দিকে। আজ সকালে এলাকা পরিদর্শনে যান মহঃবাজার ব্লকের যুগ্ম বিডিও পুষ্পেন্দু মুখার্জী ও মহঃবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা।