মহঃ সফিউল আলমঃ
জেলার অন্যতম প্রান্তিক, ঝাড়খন্ড লাগোয়া একটি এলাকা হল রাজনগর৷ এখানকার রাজনগর সাব পোস্ট অফিসে আধারের কাজ বেশ কিছুদিন ধরে খুব ভালো ভাবে চলছিল৷ ফলে উপকৃত হচ্ছিলেন অসংখ্য সাধারণ মানুষ৷ কিন্তু সম্প্রতি কিছুদিন যাবৎ মেশিন খারাপ থাকার কারণে আধার সংক্রান্ত কাজ সেখানে এখন পুরোপুরি বন্ধ৷ স্বাভাবিক ভাবে ক্ষুব্ধ এলাকার মানুষজন৷ স্থানীয় বাসিন্দারা বলেন, নতুন আধার কার্ড তৈরি, ভুল সংশোধন, কিছু সংযোজন প্রভৃতি কাজ এখানে চলছিল ভালো ভাবেই৷ কিন্তু মেশিন খারাপ থাকায় আধারের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে৷ ফলে বহু দূর দূরান্ত থেকে পুরুষ, মহিলারা এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন৷ যা মোটেই কাম্য নয়৷ অবিলম্বে এই সমস্যার সমাধান জরুরি৷ এবিষয়ে তাঁরা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন৷ সেইসাথে তাঁদের আরও দাবি, রাজনগর সাব পোস্ট অফিসে আধারের কাজ করার জন্য একজন স্থায়ী কর্মী নিয়োগ করা একান্ত দরকার৷ যাতে তাঁরা উক্ত বিষয়ে পরিষেবা নিয়মিত ও যথাযথ পান৷ তাঁদের ধারণা, ঊর্ধতন কর্তৃপক্ষ নিশ্চয় দ্রুত এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন৷ আপাতত সেদিকেই চেয়ে রয়েছেন এলাকার মানুষজন৷