সেখ রিয়াজুদ্দিনঃ
ভারত সরকারের সহায়তায় নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী পক্ষকাল জুড়ে পালিত হচ্ছে হিন্দি দিবস সমারোহ। বুধবার ১৪ সেপ্টেম্বর শুভারম্ভ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সেই কর্মসূচি দেশের অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের সিউড়ি অফিসেও যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। হিন্দি রাজ ভাষা, তার প্রচার ও প্রসার ঘটানোর জন্যই মূলত ভারত সরকারের এই কর্মসূচি। এক পক্ষকাল ধরে চলা এই কর্মসূচিতে কবিতা, ক্যুইজ, অন্তাক্ষরী, ডিবেট ইত্যাদির মাধ্যমে বিভিন্ন দিনে নানা ধরনের সূচী নিয়ে পালিত হবে বলে জানা যায়। বীরভূম জেলা সিউড়ি নেহেরু যুব কেন্দ্রের অফিসে উপস্থিত ব্যাক্তিদের নিয়ে হিন্দি দিবস সমারোহ উপলক্ষে সকলেই শপথ বাক্য পাঠ করেন। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের বীরভূম ডিস্ট্রিক্ট ইউথ অফিসার রায়া দাস, জেলা নেহেরু যুব কেন্দ্রের এ্যাকাউন্টট্যান্ট এন্ড প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট সুভাষ মান্না সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।