কজওয়ের উপর দিয়ে বইছে জল, সমস্যায় এলাকাবাসীরা

দীপককুমার দাসঃ

পাঁচদিনের টানা বৃষ্টিতে জল বেড়েছে কুলে নদীতে। জল বেড়ে যাওয়ায় মহম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা যাওয়ার রাস্তায় গিরিপুর ও পুরাতন গ্রামের মাঝে থাকা নদীর কজওয়ের উপর দিয়ে বইছে জল। ফলে যাতায়াতের সমস্যায় পরতে হচ্ছে স্থানীয়দের। মঙ্গলবার রাত থেকে যাতায়াত বন্ধ হয়ে যায় এই রাস্তা দিয়ে। বুধবার সকাল পর্যন্ত বন্ধ থাকে পারাপার। তারপর বেলা বাড়তেই আবহাওয়ার পরিবর্তনের সাথে কমতে থাকে জলস্তরও। ফলে শুরু হয় যাতায়াত। কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে আবার শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। ফলে আবারও নদীতে জল বেড়ে যাওয়ায় কজওয়ের উপর দিয়ে বইছে জল। জলের উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। এটাই এই এলাকার একমাত্র রাস্তা। তাছাড়া প্রায় ২০ কিলোমিটার ঘুরপথে এলাকাবাসীদের আসতে হবে মহঃবাজার থানা, পঞ্চায়েত বা বিডিও অফিসে। যারফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে জলের ওপর দিয়ে এমনই দাবি স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *