স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান, রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইএনটিটিইউসি পরিচালিত প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রামপুরহাট রেল স্টেশন ম্যানেজারের নিকটে কয়েক দফা দাবি স্মারকলিপি প্রদান করা হয় ২০ সেপ্টেম্বর। সংগঠনের রামপুরহাট শহর সভাপতি তথা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রেকিব-এর নেতৃত্বে ও বীরভূম জেলা আইএনটিটিইউসি সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ভকত সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এদিন ৫ দফা দাবির পরিপ্রেক্ষিতে স্মারকলিপি প্রদান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে, রামপুরহাট রেল স্টেশন চত্বরে আগের মতো সাইকেল স্টান্ডের ব্যবস্থা, স্টেশন-এর বাইরে সাধারণ মানুষের জন্য শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা, সকল রেল যাত্রীর সুরক্ষা সুনিশ্চিত করা, বিশ্বভারতী ট্রেনের ভাড়া পূর্বের ন্যায় রাখা, রেলের টিকিটের অত্যাধিক মূল্যবৃদ্ধি রোধ, সাধারণ ট্রেনকে এক্সপ্রেসের তকমা লাগিয়ে যাত্রী প্রবঞ্চনা, রামপুরহাট রেলস্টেশনের বাইরে মহিলা যাত্রীদের জন্য পেটয়লেটের ব্যবস্থা, রাত্রীকালীন রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা প্রভৃতি দাবিতেই মঙ্গলবার রেল স্টেশন ম্যানেজারকে স্মারক লিপি প্রদান করা হয়। সেই সাথে আরো দাবি তোলেন আরপিএফ ও জিআরপিদের তোলাবাজি বন্ধ করা, রেল চত্বরে ছোট বড় চুরি, ছিনতাই, হকারদের কাছে তোলা আদায়, অযথা সাধারণ মানুষকে হেনস্থা বন্ধ করা। দাবিগুলো না মানলে আগামী দিনে স্টেশন ম্যানেজারের রুমের বাইরে ধর্নায় বসার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *