রামপুরহাট এসবিএসটিসি বাস ডিপোতে অনির্দিষ্ট কালীন অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি

সেখ রিয়াজুদ্দিনঃ

রামপুরহাট আইএনটিটিইউসি ইউনিয়নের পক্ষ থেকে রামপুরহাট এসবিএসটিসির বাস ডিপোতে ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য শুরু হয় অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি। তাদের দাবি ২০১৩ থেকে ২০২২ সাল এর সমূহ বিএসএস এবং ডিআরডাব্লুর সকল প্রকার কর্মচারীদের কাজে স্থায়ীকরণ, সমকাজ সমবেতন প্রদান, প্রত্যেক কর্মচারীদের ২৬ দিনের হাজিরা, সবেতন ছুটি মনজুর, অস্থায়ী ছাঁটাই কর্মচারীদের পুন:নিয়োগ, বার্ষিক বেতন বৃদ্ধি চালু, পরিচয় পত্র প্রদান, এসবিএসটিসির নির্ধারিত সমূহ রুট গুলির পরিষেবা চালু করতে হবে। উক্ত দাবির প্রেক্ষিতে অস্থায়ী ড্রাইভার, কন্টাকটার ও অন্যান্য কর্মীদের আন্দোলন শুরু হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে রামপুরহাট ভিপোর বাস পরিষেবা। উল্লেখ্য এই ডিপো থেকে কোলকাতা, আসানসোল, বাঁকুড়া সহ বিভিন্ন রুটে বাস চলাচল করে। ডিপোর প্রধান গেট বন্ধ করে চলে অবস্থান বিক্ষোভ প্রদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *