
দীপক কুমার দাসঃ
বুধবার মহঃবাজার পঞ্চায়েতের কুলিয়া-রঘুনাথপুর রিমেক্স ক্লাবের নবনির্মিত দুর্গা মন্দিরের অভিষেক পর্ব অনুষ্ঠিত হলো। এই উপলক্ষ্যে সকাল থেকে শোভাযাত্রা, বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়। সকালে ঢাকের বাদ্যি, হরিনাম সংকীর্তন সহযোগে বহরমপুর থেকে আনা ১০৮ ঘড়া গঙ্গার জল মহিলারা শোভাযাত্রা সহকারে নিয়ে এসে মন্দির শুদ্ধ করেন। এরপর ১১জন পুরোহিত দিয়ে পূজার্চনা, তুলসী প্রতিষ্ঠা ও বৈদিক যজ্ঞ করা হয়। দুপুরে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এই ক্লাবের সম্পাদক কানাইলাল ভট্টাচার্য বলেন, ২০১৫ সাল থেকে মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়। এখনো সব কাজ সম্পন্ন হয়নি। এবারে নবনির্মিত দুর্গা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।