সন্তোষ পালঃ
ভারতীয় গণতন্ত্রে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া একটি অন্যতম বৈশিষ্ট্য। ভারতীয় সংসদ বা রাজ্য বিধানসভার অধিবেশনের কর্মকাণ্ড নিয়ে সচেতন করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়স্তরে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাথমিক স্তরে রয়েছে শিশু সংসদ নির্বাচন প্রক্রিয়া। আজ একুশে সেপ্টেম্বর বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে হয়ে গেল শিশু সংসদ নির্বাচন। ব্যালটের মাধ্যমে গোপন নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়েই ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, খাদ্যমন্ত্রী নির্বাচন করে তা নজিরবিহীন। পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এই নির্বাচনে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়ব্রত ওঝা জানান গণতান্ত্রিক রীতি মেনে পড়ুয়ারা শিশু সংসদ প্রতিযোগিতার নির্বাচনে অংশ গ্রহণ করে ও গোপন ব্যালটের মাধ্যমে ভোট দান করে।