
সেখ রিয়াজুদ্দিনঃ
লোকপুর থানার ওসি সন্তোষ ভকতের তত্ত্বাবধানে ও জাগৃতি লোকো নাট্যগোষ্ঠীর সহযোগিতায় স্থানীয় লোকপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় বুধবার। লোক শিল্পীরা গান ও নাটকের মাধ্যমে পথ নিরাপত্তা বিষয়ের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। সকলে যাতে পথ চলতি সাবধানতা তথা ট্রাফিক নিয়ম কানুন মেনে চলেন সে বিষয়ে লোকপুর থানার পক্ষ থেকে উপস্থিত সকলকে সচেতনতার বার্তা দেন। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়ারা অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি পরিবেশন করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এসআই অমিত প্রামানিক, এএসআই আব্দুস সামাদ, সমাজসেবী দীপক শীল, লোক শিল্পী কাঞ্চন মুখার্জী, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ ধীবর প্রমুখ।