বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে পদযাত্রা

সেখ ওলি মহম্মদঃ

আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। প্রতিবছর ২৫ সেপ্টেম্বর দিনটিতে সারা বিশ্বে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত হয়। ফার্মাসিস্টরা দেশে বিদেশে মানসম্মত ওষুধ তৈরির মাধ্যমে স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারা বিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বাঁধেরশোল গ্রাম সংলগ্ন বীরভূম ফার্মেসি স্কুলের ছাত্রছাত্রীরা একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করে। এদিন দুবরাজপুর সারদা ময়দান থেকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে পাওয়ার হাউস মোড় পর্যন্ত পৌঁছায় এই পদযাত্রা। বীরভূম ফার্মেসি স্কুলের ফাইনাল বর্ষের ছাত্র সুমন দাস জানান, আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। তাই আজ আমরা বীরভূম ফার্মেসি স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একটি সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করেছি। আমরা মানুষকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে অবগত করছি। কোন ওষুধ খেলে কী হবে, বা কী কী ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেসব বিষয়ে সচেতন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *