দীপককুমার দাসঃ
প্রতিবছরের মতো এবারও নজর কাড়তে চলেছে সিউড়ির ছয় এর পল্লীর পুজো। এবারের থিম ভাবনা–আমি সেই নারী। রূপায়নে রয়েছেন পুরন্দরপুরের শিল্পী তন্ময় মন্ডল। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা বানাচ্ছেন বর্ধমানের শিল্পী মুক্ত পাল। আলোকসজ্জা আসছে রামপুরহাট থেকে। মন্ডপ তৈরি করা হচ্ছে কাঠ, ইঁটের টুকরো, কাশফুল, বাঁশ, কাঠের চামচ, তালপাতা, প্লাষ্টার অফ প্যারিস, তেলের টিন, চাটাই দিয়ে। থিম শিল্পী তন্ময় মন্ডল জানান, নারীর বিভিন্ন রূপকে তুলে ধরা হচ্ছে। মন্ডপে থাকছে সীতার অগ্নিপরীক্ষারও দৃশ্য। এবারের এই মন্ডপসজ্জা মানুষজনকে মুগ্ধ করবে।