বিশ্ব জলবায়ু ধর্মঘটে সামিল ছাত্ররা

সেখ ওলি মহম্মদঃ

আজ ২৩ সেপ্টেম্বর “গ্রেটা থুনবার্গ”দের পরিবেশ আন্দোলন সংস্থা এফ.এফ.এফ (ফ্রাইডেস ফর ফিউচার)-এর ডাকা “বিশ্ব জলবায়ু ধর্মঘট”-এ সামিল হল বীরভূম জেলার দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও। প্রত্যক্ষভাবে পরিবেশ আন্দোলনে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন কুমার সরকারের নেতৃত্বে এই প্রথমবার অংশগ্রহন করল। শিক্ষক জীবন কুমার সরকার জানান, আগামী দিনে পরিবেশ রক্ষার গুরুত্ব অনুধাবন করে আরও গুরুদায়িত্ব নিয়ে ছাত্ররা এগিয়ে আসবে—এ আমার দৃঢ় বিশ্বাস। আমাদের একটাই পৃথিবী, এই পৃথিবীকে রক্ষা করতে হবে আমাদেরকেই। এদিন কর্মসূচী ছিল দুপুর ১:৩৫ থেকে ১:৫০ পর্যন্ত। মাত্র ১৫ মিনিটের এই কর্মসূচিতে অংশ নেয় ছাত্ররা। তিনি আরও জানান, ঐ সময়ে ছাত্ররা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। আর আমাদের কাজ ছিল এই কর্মসূচীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্বন্ধে জানানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *