দীপক কুমার দাসঃ
বিগত বছরে আমরা হারিয়েছি কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে, হারিয়েছি সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, বাপ্পী লাহিড়ী, কে কে সহ একঝাঁক সঙ্গীত শিল্পীকে। সেই সব শিল্পীদের সম্মান জানাতেই এবারের থিম ভাবনা সিউড়ির দত্তপুকুরের চৌরঙ্গী ক্লাবের। মূল মন্ডপের মধ্যে খানে থাকছে নৃত্যরত নটরাজ। নটরাজের দুপাশে দুর্গা ও কার্তিক, সরস্বতীরা। মন্ডপের দেওয়াল জুড়ে রেডিও, ক্যাসেট, কি বোর্ড, গীটার মোবাইল ফোন। আর প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের পোর্ট্রেট। বাজবে সেই সব শিল্পীদের কালজয়ী গান। থিম ভাবনায় রয়েছেন বাঁকুড়ার শিল্পী দেবাশীষ কর্মকার। ক্লাবের কোষাধ্যক্ষ দেবাশীষ ধীবর জানান, প্রয়াত বরেণ্য সঙ্গীত শিল্পীদের এবারের মন্ডপ উৎসর্গ করছি “উৎসর্গ” থিমের মাধ্যমে। প্রতিবছরের মতো এবারও প্রচুর দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এখানে।