
দীপক কুমার দাসঃ
আজ পিতৃপক্ষের অবসান, আর মাতৃপক্ষের সূচনা। পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃপক্ষের অবসানে তিল জল দান করে তর্পণ করার রীতি।আর রীতি মেনেই ভোর থেকে সিউড়ির তিলপাড়া জলাধারে বহু মানুষ তর্পণ করেন। পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় এই তর্পণ করা হয়। এবার জলাধারে যথেষ্ট জল রয়েছে। কোনো দূর্ঘটনা যেন না ঘটে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশের পক্ষ থেকেও তর্পণ করতে ময়ূরাক্ষী নদীর জলে নেমে মানুষ যাতে সাবধানতা অবলম্বন করে তারজন্য প্রচার করা হয়।
কেন করা হয় তর্পণ? এ বিষয়ে কি বললেন বিশিষ্ট গবেষক ডঃ আদিত্য মুখোপাধ্যায়।