সেখ রিয়াজুদ্দিনঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগ ও চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানায় শনিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশের এমন মহতী উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের জন্য সহযোগিতায় এগিয়ে আসেন কলকাতার শংকর নেত্রালয়। শিবিরে এলাকার দুস্থ মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ওষুধ পত্র দেওয়া হয় এবং যাদের চোখের ছানির অপারেশনের দরকার তাদের পরবর্তীতে অপারেশনের ব্যবস্থাও করা হবে বলে পুলিশের তরফে জানা যায়। চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশের স্পর্শ নামক কর্মসূচির মাধ্যমে এলাকার দুস্থ ব্যাক্তিদের বস্ত্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিৎ কুমার দে, ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আক্তার,চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযুষ কান্তি লায়েক, চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জী, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।