দুর্গা দশভূজা নন, তিনি চর্তুভুজা

দীপক কুমার দাসঃ

মহঃ বাজার থানার বেনেপাড়া। আর এখানের সিংহবাহিনী মন্দিরে চার হাতের দুর্গা পূজিতা হয়ে আসছেন প্রায় তিনশো বছর ধরে।দুর্গা এখানে দশভূজা নন, তিনি চর্তুভুজা। দুর্গার পদতলে নরসিংহ। এই পুজোর প্রচলন করেন পুর্ণানন্দ সাধু ও মহানন্দ সাধু। ১২৭০ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা হয়। সেই মন্দির ভগ্নদশা হয়ে পড়লে মন্দির পুনঃ নির্মাণ হয় ২০০৬ সালে। চার শরিকের এই পুজো। শরিকরা পালাক্রমে এই পুজোর দ্বায়িত্ব নেন। এবার এই পুজোর পালা উদয় শঙ্কর সাধুর। তিনি জানান, এখানে সিংহবাহিনী মা চর্তুভুজা। পুর্ণানন্দ সাধু ও মহানন্দ সাধু এই পুজোর সূচনা করেন। তাদের এক ভাই ছিল। ওনার নাম ছিল মনি সাধু। তিনি নিজেই প্রতিমা গড়তেন। পুজো পার্বণ নিয়েই থাকতেন। সম্ভবতঃ উনি চর্তুভুজা রূপে দুর্গাকে পুজো করেছিলেন। সাধু পরিবারের আরেক সদস্য বামদেব সাধু বলেন, এখানে অষ্টমীর দিন একটি মাত্র বলি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *