দীপক কুমার দাসঃ
বহু দিন ধরে তিলপাড়া ব্রীজের দুদিকের মুখের রাস্তার বেহাল অবস্থা। ব্রীজের দুদিকের মুখের রাস্তায় বড় বড় গর্ত হয়ে যাওয়ায় বেশ কয়েকবার ডাষ্ট দিয়ে সমতল করা হয়েছিল। কিন্তু বৃষ্টি হলেই আবার সেই একই অবস্থা। কিছুদিন আগে জেসিবি মেশিন দিয়ে ঐ জায়গায় মাটি তুলে ফেলা হয়েছে। এখন সেখানে বসানো হচ্ছে সিমেন্টের ইঁট। আর এরফলে প্রতিদিন তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে পথচলতি মানুষকে। এছাড়া লেন না মেনে বেশ কিছু গাড়ি ঢুকে যাওয়ার ফলে যানজট তীব্র হচ্ছে। যানজটে আটকে পড়ছে অ্যাম্বুলেন্সও। যদিও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যানচলাচল অব্যাহত রাখতে পালাক্রমে একদিকের যান চলাচল চালু রেখে অন্য দিক বন্ধ লরি, ডাম্পার সহ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে সিউড়ি ও মহঃবাজার থানার পক্ষ থেকে। তবুও যানজটের কারণে পুজোর আগে সমস্যায় পড়ছেন বহু মানুষ। বছর দুয়েক আগে কয়েক মাস ধরে তিলপাড়া ব্রীজের উপর রাস্তার সংস্কার করা হয়েছিল। কিন্তু একটু জল হলেই জলে থৈ থৈ করতে থাকে তিলপাড়া ব্রীজের উপর রাস্তা।বৃষ্টির জল বেরোনোর ছিদ্র গুলো সঠিক ভাবে না থাকায় বা ডাষ্ট পড়ে বন্ধ হয়ে যাওয়ায় জল বেড়োতে পারে না।পিচের বিভিন্ন জায়গা উঠে যাওয়ার গাড়ি, বাইক চালাতে অসুবিধায় পড়তে হয় চালকদের। আর ব্রীজের দুদিকের মুখের রাস্তা বেহাল। সিমেন্টের ইঁট বসিয়ে পুজোর আগেই সেই রাস্তা ঠিক করার কাজ চলছে জোর কদমে।