
বিপিন পালঃ
এবছর জেলায় তেমনভাবে চাষবাস না হওয়ায় একশ্রেণীর মানুষের কাছে নেই নতুন জামা, নেই নতুন বস্ত্র কেনার সামর্থ। তাই প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার রূপুষপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মহালয়ার শুভ তিথিকে মাথায় রেখে খয়রাশোল থানার গোপালপুর দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় দুঃস্থদের বস্ত্রদান শিবিরের। বেলসারা, পেরুয়া, গোপালপুর, ছোড়া, বড়ঘাটা, নিচিন্তা, বারাবন, রূপুসপুর, চুয়াগড়, নাকড়াকোন্দা, খয়রাশোল, পরাতিয়া, ডেকুরা, কুলেকুরী, মেজে এবং ময়নাবুনি; এই ১৫ টি গ্রামের প্রায় ৮০ জন মানুষকে ছাড়াও কিছু বাচ্চাকে বস্ত্র তুলে দেওয়া হলো। অনুষ্ঠানটিকে প্রাণ সঞ্চার করেছে গোপালপুর গ্রামের কচিকাঁচারা, দেবী দুর্গার আগমনী বার্তা মানুষের কাছে পৌঁছে দিল ছোট্ট এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন খয়রাশোল থানার এএসআই চিন্ময় চট্রোপাধ্যায়, লোকপুর থানার এএসআই জীবন সরেন, বিশিষ্ট সমাজসেবী মানস গুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন রূপুষপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বরুপ দাসগুপ্ত।