
মেহের সেখঃ
লাভপুর সত্যনারায়ণ শিক্ষানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ে বক্তৃতা, গান, নাচ আবৃত্তি সহ নানা ধরনের সাহিত্য-সংস্কৃতি মূলক অনুষ্ঠানের মাধ্যমে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্মজয়ন্তী পালিত হল। উক্ত অনুষ্ঠানে স্থানীয় সঙ্গীত শিল্পী প্রিয়ব্রত চক্রবর্তীর পরিচালনায় সঙ্গীত এবং নৃত্যশিল্পী তথা স্কুলের সহ-শিক্ষিকা নন্দিনী চক্রবর্তীর পরিচালনায় ছাত্রীদের নিয়ে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানে নারীমুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের অসামান্য অবদানের কথা তুলে ধরেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি জ্ঞানেন্দ্রমোহন ঘোষ। এছাড়াও স্কুলে নির্মল বিদ্যালয় পাক্ষিকের অন্তর্গত অনুষ্ঠান হিসাবে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জ্ঞানেন্দ্রমোহন ঘোষ ও স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা ব্যানার্জি।