
সেখ রিয়াজুদ্দিনঃ
তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে এলাকায় ভূতের আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। ঘটনাটি বীরভূমের খয়রাশোল ব্লকের অধীন বাবুইজোড় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী রিমা মন্ডলের মৃত্যু ঘিরে স্কুল সহপাঠী সহ এলাকায় জনমানসে ভুতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য ছাত্রীর মৃত্যুর পর থেকেই রটে যায় ক্লাসরুমে ভুত ছিল, সেটা দেখতে পাওয়া মাত্র রিমা মন্ডল ভয়ে স্কুল থেকে ছুটে বাড়ি পালিয়ে যায়। সেইদিন বিকাল থেকেই আতঙ্কগ্রস্ত অবস্থায় ছাত্রটিকে তার বাড়ির লোকজন রাত্রেই সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছাত্রীটি মারা যায়। ঐ ছাত্রীর মৃত্যু থেকেই ভুতের আতঙ্কে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও স্কুল মুখী হচ্ছিল না। এমন কি কিছু অভিভাবকরাও ছাত্রছাত্রীদের স্কুলে যেতে বাধা দিচ্ছিলেন। বিজ্ঞানের যুগে এখন পর্যন্ত যে ভূতের আতঙ্ক অব্যাহত রয়েছে বা এলাকায় ভীতি সঞ্চার করছে তা দূরীকরণের লক্ষ্যে সোমবার বাবুইজোড় প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বীরভূম জেলা বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকগণ স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক যুগ্ম সমস্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী, খয়রাশোল দক্ষিণ শিক্ষা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম, কাঁকড়তলা থানার ওসি সামিম খান, জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক মধুসুদন মন্ডল, সদস্য দেবাশিস পাল, শুভাশিস গঁরাই সহ স্থানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রত্যেকেই বিজ্ঞানসম্মত ভাবে বোঝানোর চেষ্টা করেন “ভুত” বলে কিছুই নেই, মনের ভীতি থেকেই ভুতের আবির্ভাব ঘটে। তাই ভুতের ভীতি সম্পুর্ন কুসংস্কার। এর বিরুদ্ধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। জয়েন্ট বিডিও অনন্ত গোস্বামী, স্কুল পরিদর্শক রবিউল ইসলাম তাদের বক্তব্যের মাধ্যমে গ্রামবাসীদের এনিয়ে সচেতনতার বার্তা দেন। এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শুভাশিস গরাই তিনি ভূত সম্পর্কিত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।