দীপক কুমার দাসঃ
এবার দুর্গাপূজাকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় হবে বিসর্জনের শোভাযাত্রা বা কার্ণিভ্যাল। ২৫ সেপ্টেম্বর সিউড়িতে জেলা প্রশাসন, পুলিশ ও পুজো উদ্যোক্তাদের বৈঠকে ঠিক হয়েছে আগামী ৭ অক্টোবর দ্বাদশীর দিন শুক্রবার সিউড়িতে বিসর্জনের কার্ণিভ্যাল হবে। ঐ কার্ণিভ্যাল শুরু হবে বেনীমাধব স্কুলের মাঠ থেকে। মোট ১৫টি পূজো কমিটি অংশ গ্রহণ করতে পারবে এই কার্ণিভ্যালে। বেনীমাধব স্কুলের মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে এস পি মোড় পর্যন্ত যাবে। সার্কিট হাউসের সামনে তৈরি হবে মঞ্চ। সেখান থেকে প্রশাসনিক কর্তারা শুভেচ্ছা জানাবেন।এস পি মোড় থেকে পুজো কমিটিগুলো বির্সজনের জন্য প্রতিমা নিয়ে বিভিন্ন দিকে রওনা দেবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এক একটি কমিটির শোভাযাত্রায় কমিটির সর্বাধিক ৭৫জন থাকতে পারবেন। আর এখানেই আপত্তি রয়েছে সিউড়ীর বড় পুজো কমিটি গুলোর। সিউড়িতে এবার মোট ৮৭টি সার্বজনীন দুর্গা পূজা হচ্ছে। তার মধ্যে ১১টি পুজো কমিটি কার্ণিভ্যালে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আর সিউড়ি ১নং ব্লকের থেকে চারটি পুজো কমিটি কার্ণিভ্যালে অংশগ্রহণ করবে। কোন কোন পুজো কমিটি কার্ণিভ্যালে অংশগ্রহণের সুযোগ পাবে সেটা ঠিক করার দ্বায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। কার্ণিভ্যালকে রঙিন করতে রাস্তার দুপাশ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। বড় বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হবে।