সেখ রিয়াজুদ্দিন ও সেখ ওলি মহম্মদঃ
পাঁচড়া অঞ্চলের দহল গ্রামে বৃহস্পতিবার দুপুরে খয়রাশোল থানার পুলিশ ৭০ টন অবৈধ মজুদকৃত কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ গোপন সূত্রে খবর পায়, খয়রাসোল থানার অন্তর্গত পাঁচড়া অঞ্চলের দহল গ্রামের সেখ নুরুদ্দিনের বাড়ির কাছে প্রচুর পরিমাণে অবৈধভাবে কয়লা মজুদ করে রাখা আছে। সেই সূত্রে খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী সেখানে অতর্কিতভাবে হানা দিয়ে অবৈধভাবে মজুদকৃত কয়লা বাজেয়াপ্ত করে। ১৮ টি ট্রাক্টর করে কয়লাগুলো দহল গ্রাম থেকে খয়রাশোল থানায় নিয়ে আসা হয়। অবৈধ ভাবে মজুদকৃত কয়লার পরিমাণ প্রায় ৭০ টন বলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্ত শেখ নুরুদ্দিন পলাতক, খয়রাশোল থানার পুলিশ তার খোঁজ করছে। বাজেয়াপ্ত করা কয়লা গুলোর বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা। উল্লেখ্য, সম্প্রতি খয়রাশোল থানার দহল গ্ৰামের একটি বাড়ি থেকে ও ভাঁড়া গ্ৰামের ইট ভাটা থেকে প্রচুর পরিমাণে কয়লা, ট্রাক্টর ও জেসিবি মেশিন বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এ বিষয়ে আজ বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানান, আমাদের বিভিন্ন থানায় নাকা চেকিং চলছে যাতে কোনো দুষ্কৃতী কয়লা পাচার করতে না পারে। এমনকী কোনো স্মাগলিনও করতে না পারে। আমরা যখনই কোনো গোপন সূত্রে খবর পাচ্ছি পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে।