শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পৌরশহরে অন্যতম নজরকারা দুর্গোৎসব অনুষ্ঠিত হয় পথিকৃৎ ময়দানে। পথিকৃৎ ক্লাবের এই পুজো এবার ৪১ বছরে পা রাখল। তবে এই পুজো কাছারিপাড়ায় প্রথম শুরু হয়েছিল পরাধীন ভারতে, উদ্যোক্তাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এবার পুজো মণ্ডপ তৈরি করেছে খয়রাশোল ব্লকের রাজলক্ষ্মী ডেকোরেটরস। আজ পয়লা অক্টোবর মহাষষ্ঠীতে এই পুজোর উদ্বোধন হয়। যাঁর হাত ছুঁয়ে এই প্রতিমা এবং পুজোমন্ডপ উদ্বোধন হয় তিনি দুবরাজপুরের ভূমিপুত্র তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন দুবরাজপুরের প্রবীন চিকিৎসক ডাঃ প্রভাত কুমার মিত্র, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় প্রমুখ।