মার্কসীয় বুক স্টলের উদ্বোধন, জেলার বিভিন্ন পুজো মন্ডপ এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

শারদোৎসব ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে মন্ডপে মন্ডপে চলছে দুর্গাপুজার শুভ উদ্বোধন। দুর্গা প্রতিমা দেখতে স্থানীয় মানুষজনের বাড়ছে ঢল। ইতিমধ্যে কোনো কোনো মন্ডপ এলাকায় ছোটো আকারের মেলার রূপ ধারণ করছে। দুর্গোৎসব ঘিরে বেশ কয়েকটি দিন থাকবে মানুষের জমজমাট আনাগোনা। সেই রকম কিছু কিছু এলাকা চিহ্নিত করে বীরভূম জেলা সিপিআইএম কমিটির উদ্যোগে স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শুরু করছেন মার্ক্সীয় বুক স্টল। দলীয় পত্রিকা, বই, লিফলেট সহ নানান পুস্তক সম্ভারে সাজিয়ে তুলছেন স্টলগুলো। শনিবার জেলার সিউড়ি -১ নং সিপিআইএম এরিয়া কমিটির পক্ষে কচুজোরে শারদীয়া মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করেন সিপিআই (এম) পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম। অন্যদিকে সিপিআইএম ময়ূরেশ্বর-১ নম্বর এরিয়ার মল্লারপুরে মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করেন কৃষক নেতা অরুণ বাগ। জনসংযোগ ও দলীয় প্রচার করার লক্ষ্যে জেলার মধ্যে অন্যান্য স্থানে ও মার্কসীয় বুক স্টল খোলা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *