অল ইন্ডিয়া ওপেন যোগা চ্যাম্পিয়নশিপে সাফল্য সিউড়ির মিলন চন্দ্র সাহার

দীপক কুমার দাসঃ

বার্ণপুরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ওপেন যোগা চ্যাম্পিয়ণশিপে সাফল্য পেলেন সিউড়ির মিলন চন্দ্র সাহা।বার্ণপুর দীপান্বিতা সব পেয়েছির আসরের উদ্যোগে ১৪থেকে ১৬ অক্টোবর তিনদিন ব্যাপী অল ইন্ডিয়া যোগা চ্যাম্পিয়ণশিপ অনুষ্ঠিত হয় ঐ আসরের মাঠে।সর্ব্বভারতীয় এই প্রতিযোগিতায় মোট ছয়টি গ্রুপে ৫২০ জন অংশগ্রহণ করে। স্বাধীনতার ৭৫বছর উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেন উদ্যোক্তারা। স্বাধীনতা সংগ্রামীদের নামে বিভিন্ন গ্রুপের নাম দেওয়া হয়। ৪৫বছরের উর্দ্ধে গ্রুপের নাম দেওয়া হয়েছিল ভগত সিং গ্রুপ। এই গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেন সিউড়ি রবীন্দ্রপল্লীর মিলন চন্দ্র সাহা। এই প্রতিযোগিতায় সাফল্য পাওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে মানপত্র ও ট্রফি তুলে দেওয়া হয় মিলন বাবুর হাতে। তিনি এই সাফল্যে ভীষণ খুশি এবং এই সাফল্যের জন্য ধন্যবাদ জানান তার প্রশিক্ষক শান্তনু প্রামাণিককে। আগামী ১৯ জানুয়ারি ঢাকায় ইন্টারন্যাশানাল যোগা প্রতিযোগিতায় অংশ নেবেন ৪৮বছরের মিলন চন্দ্র সাহা। আর সেই প্রতিযোগিতায় পদক লাভের জন্য এখন থেকেই কঠোর অনুশীলন শুরু করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *