শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ী রবীন্দ্র সদনে আজ দুপুরে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রী ঘোষিত “মানবিক প্যাকেজের” আওতায় ডেউচা-পাঁচামী কোল ব্লকে জমিদাতাদের ২৩৮ জনকে সরকারি (গ্রুপ ডি) চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। সেই সঙ্গে ১৮ বছরের কম বয়সী ৫৪ জনকে মাসিক ১০,০০০/- টাকা সহায়ক ভাতা প্রদান করা হয়। এদিন প্রধান অতিথি রূপে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত রাজ্যের উপাধ্যক্ষ, (প.ব. বিধানসভা) ড.আশিষ বন্দ্যোপাধ্যায়, ক্ষুদ্র ও মাঝারি ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ শতাব্দী রায় বীরভূম জেলা সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, এছাড়া জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮ বছর বয়স হলে এই ৫৪ জনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে সরকারিভাবে জানানো হয়।