শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর “সাহিত্যালোক” পত্রিকার উদ্যোগে আজ ২২ অক্টোবর কবি সাহিত্যিকদের নিয়ে শুভ বিজয়া সম্মেলন ও সাহিত্য সভার আয়োজন করা হয়। দুবরাজপুর পাহাড়েশ্বর মামা-ভাগ্নে পাহাড় সংলগ্ন সত্যানন্দ ইন্সটিটিউট সভাগৃহে বসে এই সাহিত্যসভার আসর। এদিন অলক দাঁ সম্পাদিত “সাহিত্যালোক” পত্রিকার ত্রয়োদশ শারদ সংখ্যা এবং স্বপন দত্তের “মৃগয়া” পত্রিকার ২৬ তম বাৎসরিক সংখ্যা প্রকাশিত হয়। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ড. নীলমাধব নাগ, কবি অম্বুজাক্ষ দে ও রাজীব ঘাঁটি প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এদিন কথা,কবিতায় অংশ নেন। কবি নারায়ণ কর্মকার, কবি অসীম শীল, দীপক পৈতণ্ডী, অধ্যাপক ড. রবিন ঘোষ, বিশিষ্ট ছড়াকার বিমলাংশুশেখর চক্রবর্তী, “সংকীর্তন” পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুর, তাপস চট্টরাজ প্রমুখ সাহিত্যিকদের কথা কবিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত কবি সাহিত্যিকদের হাতে তুলে দেওয়া হয় সাহিত্যালোক ও মৃগয়া পত্রিকা।