সেখ ওলি মহম্মদঃ
বাঙালিদের দুর্গাপুজোর পর অন্যতম বড় উৎসব হল কালী পুজো। তাই জোর কদমে কালী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে বীরভূম জেলার দুবরাজপুরের জনকল্যাণ সমিতি ক্লাবে। এবারে তাঁদের পুজো ৩৭ তম বর্ষে পদার্পণ করল। বিগত দু’বছর করোনা অতিমারীর জন্য পুজো ছোট করে হলেও এ বছর করোনা অতিমারী কাটিয়ে জাঁকজমক পূর্ণ ভাবে পালন করা হবে শ্যামা মায়ের আরাধনা। প্রতি বছর থিমের চমক দেখা যায় জনকল্যাণ সমিতি ক্লাবের কালী পুজোয়। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে কালী পুজো দেখতে আসেন। আসলে থিমের আকর্ষণেই ছুটে আসেন সকলে। প্রতি বছর থিমের মধ্যে কিছু নতুনত্বের চমক থাকে। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা। তাই এবারে জনকল্যাণ সমিতি ক্লাবের কালী পুজোর থিম ভাবনা আফ্রিকান মানব সভ্যতা। আফ্রিকান মানুষেরা কিভাবে জীবনযাপন করেন, কিভাবে জীবিকা নির্বাহ করেন বা তাঁদের সংস্কৃতি এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নবদ্বীপের শিল্পী এই থিম তৈরি করছেন। তাছাড়াও এবারে প্রতিমাতেও চমক রয়েছে। এবারে মা কালীকে সারদা মা ও রামকৃষ্ণদেব পুজো করছেন বা সন্ধ্যা আরতি দিচ্ছেন এটাই থিমে তুলে ধরা হয়েছে বলে জানান জনকল্যাণ সমিতির সেক্রেটারী রঞ্জন মিশ্র। এবারে পুজোর বাজেট আনুমানিক ৭ লক্ষ টাকা। পাশাপাশি প্রতিবারের মতো এবারেও আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠবে মণ্ডপ প্রাঙ্গণ। কালী পুজোর দিন থেকে ভাইফোঁটার দিন পর্যন্ত রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।