শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তন্ত্রক্ষেত্র “তারাপীঠ” সিদ্ধপীঠ রূপে চিহ্নিত। সাধক বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র। আজ তারা অঙ্গে কালী আরাধনা। বীরভূমের মাতারা আজ শ্যামা রূপে পূজিতা হন। আজ ভোরে মঙ্গল আরতির পর মাতারাকে কালী রূপে পুজো দিতে ভক্ত পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। রাতে নিশি পুজো। মা’কে স্বর্ণালঙ্কারে, রাজবেশে সাজানো হয়েছে। জবাফুলে ঢেকে গেছে মায়ের মুখ। আজ সন্ধ্যা ৪.৫৭ মিনিট থেকে অমাবস্যা তিথি। তারাপীঠ আজ রাতে সেজে উঠবে নানা রঙের আলোকমালায়। মন্দিরে জ্বালানো হবে ঘিয়ের প্রদীপ। বামাক্ষ্যাপার সমাধিস্থল, দ্বারকা নদীর তীরে তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা তিথি উপলক্ষে বাড়ছে তন্ত্রসাধকদের ভিড়। সারারাত ধরে চলবে হোম, যজ্ঞাহুতি। তারাপীঠের শ্যামা পূজা নিয়ে জানিয়েছেন তারামাতা সেবায়েত সংঘের সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়।