শম্ভুনাথ সেনঃ
আজ অমাবস্যায় কালীপুজো। পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে বীরভূমে দেড় হাজারেরও বেশি কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে। দুবরাজপুর ব্লকে হালসোত গ্রামে শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা অন্তত ৪০০ বছরের পুরোনো বলে জনশ্রুতি। স্বর্গীয় রামপ্রসাদ মজুমদার এই পুজোর পত্তন করেন বলে পরিবারের উত্তরসূরী অবসরপ্রাপ্ত শিক্ষক দেবশঙ্কর মজুমদার জানিয়েছেন। রামপ্রসাদের পৌত্র নীলমণি মজুমদার হেতমপুর রাজ দরবারের কর্মী ছিলেন। তৎকালীন সময়ে রাজাদের কাছ থেকে প্রাপ্ত ১০ টাকায় এই পুজো সুসম্পন্ন করতেন।পরবর্তীতে বংশ পরম্পরায় চার পুরুষ অতিক্রান্ত হয়ে স্বর্গীয় জগৎচন্দ্র, মাধবচন্দ্র, পূর্ণচন্দ্র ও সুধাংশুশেখরের উত্তরসূরীরা বর্তমানে আজও এই পুজো ধরে রেখেছেন। এখন পুজো অনুষ্ঠিত হয় সাড়ম্বরে। মজুমদার পরিবারের পারিবারিক পুজো আজ গ্রামের সর্বজনীন রুপ পেয়েছে। হালসোত গ্রামে মাত্র এই একটি মৃন্ময়ী কালীপ্রতিমা নির্মিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গ্রামের সকল মানুষ এই পূজায় অংশগ্রহণ করে। আগে কাঁচা মাটির বাড়িতে পুজো হলেও আজ তা পাকা মন্দিরে রূপান্তরিত হয়েছে। বেদীর নিচে অবস্থিত গান্ধার শিল্পরীতির পাথরের উপর খোদিত বৌদ্ধমূর্তি প্রাচীনত্বের স্বাক্ষর বহন করে চলেছে আজও।