
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই দু’নম্বর ব্লকের মিত্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির মন্ডল সভাপতি মহম্মদ আলী রেজা আজ ২৫ অক্টোবর ৩০০ জন কর্মী সমর্থক নিয়ে সিপিআইএমে যোগ দেন। সিপিআইএম দলের পক্ষ থেকে আজ বিকেলে এলাকার দাঁতুড়া গ্রামে একটি প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়। সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন জানিয়েছেন “আমাদের দলে নীতি, আদর্শের ভিত্তিতে যোগদান করানো হয়। আলী রেজা দীর্ঘদিন সিপিআইএমের সক্রিয় কর্মী ছিলেন। বছর দুয়েক আগেই বিজেপিতে যোগ দেয়। বিজেপির স্বেচ্ছাচারিতা এবং নীতি নৈতিকতা না থাকায় ভুল বুঝতে পেরে পুনরায় আমাদের সিপিআইএমে তিনি যোগদান করার ইচ্ছে প্রকাশ করেন। মহম্মদ আলী রেজাকে আমরা দলে স্বাগত জানিয়েছি।
ছবি ও ভিডিও : দিপু মিঞা, মুরারই