
সন্তোষ পালঃ
দুবরাজপুর মাদৃক সংঘের ৫২ তম শ্যামাপূজোর উদ্বোধন করলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, ক্লাব সভাপতি অলক উপাধ্যায়, সম্পাদক দেবাশীষ নন্দীসহ মাদৃক সংঘের পদাধিকারী ব্যাক্তি ও সদস্যরা। অভিনব ধুনুচি নৃত্যের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় এবং মাকে বরণ করা হয়। সাবেকিয়ানা বজায় রেখে মণ্ডপ তৈরী হয়েছে। উদ্বোধনের পর ভক্তিমূলক গানের আসর বসে। কালিপুজো উপলক্ষ্যে ২৫ অক্টোবর অপরাজিতা নাট্য সংস্থা কর্তৃক নাটক “শিকড়” মঞ্চস্থ হয়। এরপর মাদৃক সংগীত অ্যাকাডেমির ছাত্রছাত্রীবৃন্দ মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। সংঘের সাংস্কৃতিক সম্পাদক অসিত কুমার গড়াই জানান তাদের থিম সাবেকিয়ানা। তিনি আরও বলেন ২৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিমাই ওঝা সাংস্কৃতিক মঞ্চে।
