বীরভূমের জয়দেবে অজয় নদের উপর অস্থায়ী সেতুর মেরামতির কাজ চলছে দ্রুতগতিতে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের জয়দেব কেন্দুলিতে অজয়নদে উপর অস্থায়ী কজওয়ে নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। জেলার ইলামবাজার ব্লকে জয়দেব-কেন্দুলির এই অস্থায়ী কজওয়ে পশ্চিম বর্ধমান-বীরভূম এই দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিল্পনগরী দুর্গাপুরের সঙ্গে বীরভূমের লিংক রোড নামে পরিচিত এই অস্থায়ী সেতু। জয়দেব-কেন্দুলির এই পথ দিয়েই রুটি রুজির তাগিদে বীরভূম থেকে দৈনিক ২-৩ হাজার লোক বিভিন্ন কাজে শিল্পনগরী দুর্গাপুরে যান। বর্ষা কয়েক মাস তাদের প্রচন্ড অসুবিধা হয়। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে দ্রুতগতিতে এই অস্থায়ী সেতুর মেরামতির কাজ শুরু করেছেন ঠিকাদার। জল কমতেই কাজ শুরু হওয়ার জন্য এলাকাবাসী বেশ খুশি। পশ্চিম বর্ধমানের গুসকরার পথ চলতি এক যাত্রী গৌতম পোদ্দার জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া। আশা করা যায় দিন ১০ এর মধ্যেই এই কজওয়ের উপর দিয়ে চালু হয়ে যাবে যানচলাচল। উল্লেখ্য, এই জয়দেব কেন্দুলিতে টিকরবেতার কাছে সরকারী উদ্যোগে একটি স্থায়ী সেতু নির্মাণ হচ্ছে। কংক্রিটের সেই কাজ চলছেও দ্রুতগতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *