
শম্ভুনাথ সেনঃ
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী যথোচিত মর্যাদায়, স্মরণ শ্রদ্ধায় উদযাপন হল বীরভূমের জয়দেব কেন্দুলীতে। উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর আজকের এই দিনটিতে নিজস্ব নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাজী। এই দিনটি সারা ভারতবাসীর কাছে কালো দিন হিসেবে চিহ্নিত। তাঁরই স্মরণে, শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্য নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পূণ্যভূমি জয়দেবে ইন্দিরা গান্ধীর মুর্তির পাদদেশে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কমিটির প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী সুভাষ কবিরাজ, ইলামবাজার ব্লক প্রদেশ কংগ্রেসের সক্রিয় কর্মী আব্দুল মতিন, শ্রদ্ধানন্দ, মুখার্জি সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইন্দিরাজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও তাঁর জীবন আদর্শ বক্তব্যে তুলে ধরে হয়। আগামী দিনে তাঁর আদর্শে পথ চলার নিদান দেন দলের কর্মকর্তারা। এদিন দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।