সেখ ওলি মহম্মদঃ
রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করা হলেও দুর্ঘটনা ঘটে যাচ্ছে। যদিওবা বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে গাড়ির চালকদের নানান সতর্কতা মূলক বার্তা দেওয়া হচ্ছে। এমনকী রাত্রে গাড়ি চালানোর সময় ঘুমের ঘোরে চোখ না লেগে যায় তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে চালকদের চা খাওয়ানো কর্মসূচি হয়েছে। কিন্তু তবুও দুর্ঘটনা কমানো যাচ্ছে না। গতকাল রবিবার মধ্যরাতে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার বাঁধেরশোলের বক্রেশ্বর ব্রিজের একাংশ ভেঙে নীচে পড়ে যায় পাথর বোঝাই একটি ট্রলার। আনুমানিক ৫০ ফুট গভীরে পড়ে যায় ট্রলার গাড়িটি। গাড়ীতে থাকা চালক ও খালাসি অল্পবিস্তর আহত হয়েছেন। কিন্তু ট্রলার গাড়িটির কয়েকটি চাকা খুলে যায় এবং ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সকাল থেকেই স্থানীয় শ্রমিকরা পাথর সরানোর কাজে লেগেছে। কারন পাথর না সরালে ঐ ট্রলার গাড়িটি ক্রেনে করে তোলা সম্ভব হবে না। জানা যায়, ট্রলার গাড়িটি পাথর বোঝাই করে দীঘার উদ্দেশ্য যাচ্ছিল। রাত্রে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারলে ব্রিজের গার্ডওয়াল ভেঙে নীচে পড়ে যায়।